আপডেট : ২৩ October ২০১৮
আইটেম গানে নারী শরীরের প্রদর্শন নিয়ে বলিউডে অনেক দিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। তবে ‘ছাইয়া ছাইয়া’ থেকে ‘আনারকলি ডিস্কো চলি’র দীর্ঘ পথ অতিক্রম করে আসা মালাইকা আরোরা খান সেই বিতর্কে গা ভাসাতে চান না। তিনি বলেন, ‘আমি বোকা নই। আমি খুব ভাল করেই জানি, পর্দায় আমাকে কীভাবে দেখানো হয়। আমি নিজেকে পণ্য মনে করি না। যারা এমন নাচ করতে বাধ্য হন, তাদের কথা আলাদা। কিন্তু আমি সচেতনভাবেই এমন নাচ করি। আমি স্বচ্ছন্দবোধ করি বলেই এই ধরনের নাচ করি’। ‘#মিটু’ ঝড়ের দাপটে বেসামাল বলিউড। একে একে মুখ খুলছেন মডেল, অভিনেত্রী, চিত্রনাট্যকাররা। মালাইকার মতে, ‘নারীরা মুখ খুলছেন সেটা আশাজনক। তবে রাতারাতি একটা প্রজন্মের মানসিকতা বদলে যাবে না। কথা হচ্ছে, তবে সেই কথার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করতে বা একটা ইতিবাচক পরিবর্তন আসতে এখনো দেরি।’ গ্ল্যামার জগতে মালাইকা পা রেখেছিলেন মডেল হিসেবে। ‘ইন্ডিয়াজ় নেক্সট টপ মডেল’-এ তিনি বিচারকের আসনে। মালাইকা মনে করেন, ‘সুপারমডেল হওয়ার জন্য তিনটি গুণ খুব দরকার। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর নজরকাড়া আবেদন। যাতে আর পাঁচজনের চেয়ে সেই মডেলকে আলাদা করা যায়।’ সময়ের হাত ধরে মডেলিং ইন্ডাস্ট্রিরও অনেক ধারা বদলেছে। মালাইকা বললেন, ‘আমরা যখন শুরু করেছিলাম, তখন নিজেদেরই অনেক কিছু খুঁজে নিতে হতো। তবে এখন পরিকাঠামোর দিক থেকে হোক বা ফান্ডিং, সব কিছুই এখন অনেক বেশি অর্গানাইজ়ড।’ আইটেম গান ছাড়াও মালাইকার বিখ্যাত ‘গার্ল গ্যাং’ সব সময়েই পাপারাৎজ়ির নয়নের মণি। বোন অমৃতা, করিশমা ও কারিনা কাপুরের সঙ্গে প্রায়ই তাকে দেখা যায় পার্টি করতে বা চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে। এই গার্ল গ্যাং-এ মালাইকা কোন ভূমিকা পালন করেন? বেশ কিছুক্ষণ ভেবে জবাব দিলেন, ‘আমি মিস নন-কন্ট্রোভার্শিয়াল।’ বিতর্ক থেকে তিনি যতই দূরে থাকুন, ব্যক্তিগত সম্পর্কের জন্য মালাইকাকে ঘিরে গুজব-রটনার অন্ত নেই। গত বছরই আরবাজ় খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি। এর পিছনে কারণ হিসেবে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথাও শোনা যায়। এ প্রসঙ্গে মুচকি হেসে পাশ কাটিয়ে মালাইকার জবাব, ‘ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি প্রকাশ্যে কথা বলি না। তাই এত রটনা। রটনা চলতে থাকুক’। তবে বিবাহবিচ্ছেদের পরেও খান পরিবারের সঙ্গে ডিনার বা ছেলে এবং প্রাক্তন স্বামীর সঙ্গে মুভি ডেটেও দেখা যায় তাকে। পাশাপাশি একটি ফ্যাশন উইকে তার ঠিক পাশের দর্শক আসনে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। অর্জুন ছাড়াও আরেকজনের সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছে মালাইকার। তিনি আবার পেশায় ব্যবসায়ী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১