বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

এ জেলা বিশ্বের অন্যতম নগরী : কামাল হোসেন

কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন সংগৃহীত ছবি


কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, কক্সবাজারে এখন উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এখানে প্রায় ৩ লাখ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলছে। এর জন্য প্রায় ১৩ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আমি বিশ্বাস করি, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে কক্সবাজারের পর্যটন হবে বিশ্বনন্দিত। যেমন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, কক্সবাজার রেললাইন চালু, মহেশখালী উপজেলায় ৬টি অর্থনৈতিক অঞ্চল, সাবরাং এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিস্ট জোন, উখিয়ায় জালিয়ার দ্বীপ নাফ ট্যুরিজম পার্ক, সোনাদিয়াকে নিয়ে বিশেষ প্রকল্প, সেন্ট মার্টিন দ্বীপ- সবকিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন আগামী দিনের একটি সফল নাম হবে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতকে ঘিরে এখন আরো আধুনিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে সুইমিং জোন, স্পোর্টস জোন, হাঁটার জন্য আলাদা ব্যবস্থা ছাড়াও সার্বক্ষণিক পর্যবেক্ষকের জন্য ওয়াচ রুম, লাইফ গার্ড ব্যবস্থা করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে সবসময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন সমুদ্রসৈকতে আসা পর্যটকদের খবরাখবর দেবেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি-না। সমুদ্রসৈকত ছাড়াও হিমছড়ি ঝরনাসহ আশপাশের আরো কিছু ঝরনা, ইনানী পর্যটক স্পট, টেকনাফ সৈকত, বৌদ্ধ মন্দির, রামুর নান্দনিক বৌদ্ধ মন্দির, চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির, কুতুবদিয়ার বাতিঘরসহ সব পর্যটন স্পটকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলা এবং সেখানে পর্যটন বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তবে একটি বিষয়ের দিকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই, সেটা হলো স্থানীয় জনগণের সচেতনতা ও শিক্ষা। আপনি যতই ভালো জামা-কাপড় পরুন না কেন, যদি শিক্ষার গুণ না থাকে তাহলে সেটা বৃথা যাবে। ঠিক তেমনি, কক্সবাজারের স্থানীয় মানুষজনকে পর্যটনবান্ধব হতে হবে, তাদের শিক্ষিত হতে হবে। তা হলেই সঠিক পর্যটনের বিকাশ ঘটবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১