বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

নাচোলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা ছবি : বাংলাদেশের খবর


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

অনুষ্ঠানে নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার মোট দুই হাজার ৭শ’ ৭৩জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে বিনামূল্যে সরিষা, বোরো ধান, গম, বিটি বেগুন ও গ্রীস্মকালীন মুগ বীজ এবং সার বিতরণ করা হয়। এছাড়া ১০জন কৃষকের মাঝে বিঘাপ্রতি ১ কেজি করে সরিষা , ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার সত্যেন কুমার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কল্লোল রায় প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১