আপডেট : ২২ October ২০১৮
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩০) এবং আবদুর ইউসুফ (২২)। নজরুল ইসলামের বাবার নাম আবদুর রব মোল্লি। বাড়ি পটুয়াখালী। মো. ইউসুফের বাবার নাম মো. আল আমীন। বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, এক মাস আগে ঢালাই করা একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুই শ্রমিক আজ ভেতরে ঢোকেন পরিচর্যার জন্য। ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১