বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে রাজু ও মিনা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির পুকুরের পানিতে ডুবে রাজু (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাজু ওই বাড়ির আলামিন হাওলাদার ছেলে।

নিহতের মা হাছিনা বেগম জানান, সোমবার বিকালে রাজু খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর রাজুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। চারদিকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে রাজুকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর একই দিন সকালে উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় পাচুঁই গ্রামের দক্ষিণ গাজী বাড়ির পুকুরের পানিতে ডুবে মিনা (২) নামের এক শিশু মারা যায়। নিহত মিনা ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় দিগধাইর গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারীর মেয়ে। মিনা নানার বাড়ীতে বেড়াতে এসেছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মামার বাড়িতে খেলতে গিয়ে মিনা নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় একঘন্টা পর মিনাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়নাব বানু বলেন, হাসপাতালে নিয়ে আনার আগেই মিনা ও রাজুর মৃত্যু হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১