বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

তরুণদের ভয় পাইয়ে দিতে শুরু হয়েছে গুপ্তহত্যা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংগৃহীত ছবি


নির্বাচন সামনে রেখে তরুণ-যুবক সমাজকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় গুপ্তহত্যা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সারা দেশে গুপ্তহত্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ইনডেমনিটি। কারণ একটাই, একতরফাভাবে নির্বাচন করতে তরুণ-যুবকদের কোনো যেন প্রতিরোধ না হয়। অবৈধ সরকার যাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করবে, তাদেরই লাশ ধানক্ষেত, খালবিলে পড়ে থাকবে।’

তিনি বলেন, গতকালও নারায়ণগঞ্জে সড়কের পাশে গুলিবিদ্ধ চার যুবক ও উত্তরায় দিয়াবাড়ীর কাশবনে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া সারা দেশে এখন আবারও সড়কের পাশে, নদীর ধারে, ঝোপঝাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে যুবকদের রক্তাক্ত লাশ।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানো প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমীর খসরু উচ্চতর আদালত ও নিম্ন আদালতে জামিনে থাকার পরও গতকাল চট্টগ্রামে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা অভিযোগে আইসিটি আইনে মামলা করা হয়েছে তাকে হয়রানি করার জন্য। সরকার বিএনপি নেতাকর্মীদের কারাগারে আটকে রাখতে চাচ্ছে শুধু তার গদি রক্ষার জন্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১