আপডেট : ২২ October ২০১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটার আসন থাকবে না। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। আবদুস সোবহান বলেন, সরকার সকল ক্ষেত্রে কোটা বাতিল করেছে। সেজন্য এখানেও কোটা রাখা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, সরকার হয়তো আন্ডারপ্রিভিলেজ (শারীরিক অক্ষম), প্রতিবন্ধী, ট্রাইবাল পিপল যারা আছে তাদের জন্য ১-২ শতাংশ কোটা রাখার বিবেচনা করবে। হয়তো এই ধরনের কোটা থাকতে পারে। তিনি বলেন, আগামী বছর থেকে এখানে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না। কেবলমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে যারা ওই বছর উচ্চমাধ্যমিকে পাস করবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের। সেখানে লিখিত ৫০ মার্কস এবং নৈর্ব্যক্তিক ৫০ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চোধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১