বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ছবি : ইন্টারনেট


‘#মিটু’ নিয়ে হইচই চলছে বলিউড পাড়ায়। একের পর এক অভিনেত্রী, গায়িকা যৌন হেনস্থার অভিযোগ আনছেন প্রতিষ্ঠিত অভিনেতা, গায়ক, পরিচালকদের বিরুদ্ধে। এর শুরুটা অবশ্য হয়েছিল হলিউড থেকে। তারপর বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীও সরব হন। সম্প্রতি তনুশ্রী দত্ত বিস্ফোরক অভিযোগ আনেন নানা পাটেকারের বিরুদ্ধে। আর তারপরেই যেন ক্ষোভের আগুনটা ছড়িয়ে পড়ল দাবানলের মতো। তনুশ্রীর পর আরো কয়েকজন নায়িকা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। ভারতের রাজনীতি থেকে বিনোদন জগত, সর্বত্র যৌন হেনস্থার অভিযোগে নারীরা সরব হয়েছেন।

এবার ‘#মিটু’ বিতর্কে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হওয়ার বিষয়টিকে সমর্থন করে তিনি বললেন, ‘যারাই এ বিষয়ে প্রতিবাদ করেছেন তাদের সাধুবাদ জানাই আমি।’পাশাপাশি তনুশ্রী দত্তকে সমর্থন করে তিনি বলেন, ‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই প্রথমবার যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য। ওর দেখানো পথে এরপর অনেকেই সরব হয়েছেন।’

তবে বিষয়টি নিয়ে কেউ যেন অহেতুক অভিযোগ না করেন, সেদিকেও খেয়াল রাখার কথা বলেছেন ক্যাট। অনেকে লাইমলাইটে আসার জন্যও এ ধরনের অভিযোগ করতে পারেন বলে দাবি করেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১