বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০১৮

সম্পর্ক ছিন্ন বান্ধবীর সঙ্গে

বান্ধবী ব্রুনা মারকুইজিনের সঙ্গে নেইমার সংগৃহীত ছবি


বান্ধবীর সঙ্গে নেইমারের সম্পর্কে ভাঙা-গড়ার খেলা চলছেই। আজ শোনা যায় তারা একসঙ্গে, কালই ব্রেকআপ, পরের দিন আবারো এক। পিএসজি সুপারস্টারের সঙ্গে আরো একবার অভিনেত্রী-মডেল ব্রুনা মারকুইজিনের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাতে এই সম্পর্কের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন মারকুইজিন।

এবার কেন সম্পর্ক ভাঙল, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি নেইমারের বান্ধবী মারকুইজিন। স্থানীয় গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাজনৈতিক ইস্যুতে এবার ঝামেলা লেগেছে এই যুগলের। তবে মারকুইজিন সেটা অস্বীকার করেছেন। তবে নেইমারের প্রতি এখনো তার ভালোবাসা আছে বলেই জানিয়েছেন তিনি। এ নিয়ে মারকুইজিন বলেন, এটা তার সিদ্ধান্ত। তবে এখনো এখানে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আছে তার জন্য। তিনি বলেন, ‘আসলে আমরা যা নিয়ে ছিলাম সব কিছুর জন্যই আছে সেটা। আপনারা জানেন, আমি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে এটা নিয়ে আমি বলছি। আসলে আমাকে এটা একবার না একবার বলতেই হতো।’

এর আগে ২০১৪ সালে মারকুইজিনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল নেইমারের। ভেঙে যাওয়া সম্পর্ক আবার ২০১৬ সালে জোড়া দিয়েছিলেন তারা। সেবার ঘরের মাঠের অলিম্পিক আসরে স্বর্ণ জেতে ব্রাজিল। নেইমারের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন মারকুইজিন। পরের বছর জুনে আরো একবার সম্পর্ক ভাঙে এই যুগলের। তারপর এ বছর আবারো একসঙ্গে হয়েছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১