আপডেট : ২১ October ২০১৮
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শাহ্ সিমেন্ট কারখানার সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পরে নিখোজ শ্রমিকের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে নিখোজঁ শ্রমিকের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার করা হয়। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন নিহত শ্রমিকের নাম পরিচয় জানাযায়নি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের ঋষিবাড়ি বিজ্রের পূর্ব পাশ্বে রাস্তার উত্তর পাশ্বে খাদে পরে সিমেন্ট বোঝাই ঢাকা মেট্রো: ট-২৩৬৯ ট্রাকটি ডুবে যায়। ট্রাকটি যে স্থানে ডুবে সেখানে বড় বড় কচুরিপানা থাকায় তলিয়ে যাওয়া সিমেন্ট বোঝাই ট্রাক থেকে ড্রাইভার ও ২জন শ্রমিক বের হলেও ১জন গাড়ি থেকে বের হতে পারেনি। পরে ১৯ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১