আপডেট : ১৮ October ২০১৮
পেরুর একটি আদালত দেশটির বিরোধী দলীয় নেতা বুধবার কিকো ফুজিমরিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচের কাছ থেকে অর্থ গ্রহণ করায় প্রসিকিউটররা ফুজিমরিকে অভিযুক্ত করার পর তাকে এক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে। এক বিচারক একথা জানান। প্রধান ম্যাজিস্ট্রেট ওক্টাভিও সাহুয়ানের বরাত দিয়ে এএফপি জানায়, আদালত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরির কন্যাসহ এ মামলায় আটক সন্দেহভাজনদের দ্রুত মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। কংগ্রেসের বৃহত্তম দল পপুলার ফোর্সের নেতা ৪৩ বছর বয়সী কিকো ফুজিমরিকে প্রসিকিউটরদের তদন্তের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়। ২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচন করার সময় তার প্রচারণা কাজে অনুদান দেয়ার বিষয় তদন্ত করে প্রসিকিউটররা। পেরুর সাবেক তিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার নামে ওদেব্রেচ কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছেন এমন অভিযোগ প্রসিকিউটররা গত জুন মাস থেকেই তদন্ত করে আসছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১