বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় সাতজন গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারসহ বিএনপি ও যুবদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ প্রতীকী ছবি


বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারসহ বিএনপি ও যুবদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা থেকে গ্রেফতারের পর গতকাল মঙ্গলবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠান। গ্রেফতারকৃত অন্যরা হলেন বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় সাতজন গ্রেফতার উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আজমল হুদা শহিদ, সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, যুবদল নেতা আবুল কাশেম, মুঞ্জুরুল ইসলাম ও মজনু মিয়া।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঢাকার মতিঝিল থানা পুলিশ এবং বগুড়ার ডিবি পুলিশের যৌথ দল গত সোমবার রাতে ঢাকার মতিঝিলে অভিযান চালিয়ে বাশারসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার এ মামলার এজাহারনামীয় আসামি নন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেট্রোলবোমা হামলা মামলার আসামি। এদিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১