বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

হাজীগঞ্জে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় নব নির্মিত এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় নব নির্মিত এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধ করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

এরপর সকাল ১০টায় সংসদ সদস্য উপজেলার ৯নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরষিদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উেেদ্বাধন করেন। আর এ ভবন নির্মানে সরকারের ব্যয় হয়েছে দেড় কোটি টাকা।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সাংগঠিনক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিরেন কাউন্সিলর মো. আজাদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক ও বব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১