আপডেট : ১৬ October ২০১৮
নরসিংদীতে অভিযান চালানো দুটি জঙ্গি আস্তানায় জঙ্গিদের নিকট গোলাবারুদ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। পাশাপাশি গণবসতি এলাকা হওয়ায় সর্বোচ্চ সর্তকর্তার সঙ্গে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। মঙ্গলবার সকাল ১০টায় মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির নিলুফা ভিলার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশের সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে ওই বাড়িতে এবং সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় এলাকার বিল্লালের বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। নিলুফা ভিলা সাত তলা বাড়িটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদ্রাসা। ভবনটির ৭ তলার একটি বাসায় ৩জন জঙ্গি অবস্থান করছে। এদের মধ্যে ২ জন নারী ও এক জন পুরুষ রয়েছে বলে পুলিশ ধারণা করছে। অপরদিকে শেখেরচরের দিঘিরপাড় এলাকার বিল্লালের পাঁচ তলা বাড়িটির পাঁচ তলায় একটি বাসায় দুই জন জঙ্গি রয়েছে। এদের এক জন নারী ও এক জন পুরুষ।
তিনি বলেন, ইতিমধ্যে কাউন্টার টেরোরিজমের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও বোমা নিস্ক্রীয়কারী দল অভিযানে যোগ দিয়েছে। ইতিমধ্যে এলাকার লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে জঙ্গি আস্তানা দুটিতে অভিযান পরিচালনা করা হবে। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ করলে অভিযানের ধরণ হবে এক ধরণের আর আত্মসমপূণ না করলে অভিযানের ধরণ হবে আরেক ধরণের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১