বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ প্রতীকী ছবি


যশোরে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী জাহিদ (৩০) নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি জাহিদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। যশোর কোতয়ালি থানার এসআই মোখলেউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ গুলিবিদ্ধ জাহিদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

সে শহরের শংকরপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে এবং শীর্ষ মাদক ব্যবসায়ী তারেকের ভাইরাভাই। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।

এসআই মোখলেউজ্জামান জানান, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মন্ডলগাতি সড়কের মাঝামাঝি মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেলে মঙ্গলবার ভোর ৪টার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে পড়ে থাকা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই কেজি গাঁজা ও দুইশ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালের আনার আগেই গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালের নিহতের স্বজনরা জাহিদের লাশ বলে দাবি করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জাহিদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতে ছিল। সম্প্রতি সে এলাকায় এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১