বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

তদন্ত করবে ডিবি

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় জিডি

ডা. জাফরুল্লাহ সংরক্ষিত ছবি


গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে বর্তমান সেনাপ্রধানকে নিয়ে তার করা মন্তব্যকে ‘অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল’ আখ্যা দিয়ে ওই জিডি করা হয়েছে। আদালত ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (দক্ষিণ) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মাসুদুর রহমান। সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম গত শুক্রবার বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ওই জিডি করেন। ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার এ ব্যাপারে বাংলাদেশের খবরকে বলেন, থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করার পর সেটা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা পুলিশ এই জিডির তদন্ত করবে।

জিডিতে বলা হয়, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার রায়ের পূর্বরাতে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে সেনাপ্রধান সম্পর্কে প্রদত্ত বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপ্রসূত ও ষড়যন্ত্রমূলক, যা সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি তথা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি কেন, কী উদ্দেশ্যে এবং কাদের প্ররোচনায় এ ধরনের উদ্দেশ্যমূলক, বানোয়াট ও অসত্য বক্তব্য টকশোতে বলেছেন, তা তদন্তের দাবি রাখে।’

এদিকে গত রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) আরো একটি প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সময় টিভিতে ভুল, দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করতে গিয়ে পুনরায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও চতুরতার সঙ্গে তিনি মিথ্যা তথ্য দিয়ে জেনারেল আজিজ আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন। এ ছাড়াও প্রতিবাদলিপিতে সেনাবাহিনীর বিষয়ে সত্যতা যাচাই করে তথ্য পরিবেশন করার জন্য অনুরোধ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১