বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ছবি : সংগৃহীত


বরগুনার আমতলী উপজেলার গাজীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার গ্রামে চিকিৎসা বানিজ্য কম হওয়াতে প্রেষণে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দায়িত্ব পালন করছেন। হাসপাতালে বসে চিকিৎসার বিনিময়ে অর্থ আদায় এবং ফেইসবুকে ডুবে থাকার পুরোনো অভিাযোগের সাথে এবার মুক্তিযোদ্ধা দম্পতিকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এই মিঠুন সরকারের বিরুদ্ধে।

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা তার স্ত্রী কাউনিয়া ইব্রাহিম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. সেলিনা বেগমকে নিয়ে চিকিৎসা করাতে রোববার সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যান। ওই সময়ে জরুরী বিভাগে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার সেলিনা বেগমের পায়ের কাটা আংগুলের চিকিৎসা না দিয়ে মোবাইলফোনে ফেইসবুক চালাচ্ছিলেন। আধাঘন্টা ধরে অপেক্ষমান থাকার পরে স্ত্রীকে চিকিৎসা দেবার অনুরোধ জানালে মিঠুন সরকার বিরক্তি প্রকাশ করে ক্ষিপ্ত হয়ে তাদের চিকিৎসা না দিয়ে তাড়িয়ে দিয়েছেন, - এমন অভিযোগ ওই দম্পতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী কাঠালিয়া দাখিল মাদরাসার দপ্তরী জাহাঙ্গীর মুছুল্লীর। ওই দ¤পতি পরে হাসপাতালের বাইরে চিকিৎসা নেন।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার তাদের চিকিৎসা না দেয়ার কথা স্বীকার করে জানান, তিনি মুক্তিযোদ্ধা দ¤পতিকে তাড়িয়ে দেননি। উল্টো তারাই (মিঠুন সরকারকে) গালমন্দ করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক (ইউএইচএ) ডা. শংকর প্রসাদ অধিকারী জানিয়েছেন, “মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মোবাইলফোনে অভিযোগটি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে মিঠুন সরকারকে ডেকে এনে শাসিয়ে দিয়েছি যেন পুনরায় এমন ঘটনা না ঘটে। ”


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১