বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মোড় হতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা মেহেরপুর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ছবি : বাংলাদেশের খবর


“স্বনির্ভর চলায়,সাদাছড়ি নিরাপত্তার প্রতিক” শ্লোগানে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপিত হল বিশ্ব সাদাছড়ি দিবস।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মোড় হতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা মেহেরপুর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি।

জেলা সমাজসেবা উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মহিলা সংস্থার সভাপতি শামিম আরা হীরা, ভারপ্রাপ্ত মেয়র শাহিনুর রহমান রিটন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং প্রতিবন্ধি নারী পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১