আপডেট : ১৪ October ২০১৮
চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ও দেয়াল ধসের দু’টি পৃথক ঘটনায় শিশু ও মহিলাসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ভারি বর্ষণের ফলে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্র জানায়, শনিবার রাত ১টার দিকে ভারি বর্ষণের সময় নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকায় পাহাড় থেকে একটি গাছ শিকড় উপড়ে নিচে পড়ে। এতে পাহাড়ের নিচে থাকা কয়েকটি বসত ঘর ভেঙ্গে যায় এবং একটি দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে নুরে আলম নান্টু নামে একজন গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত আড়াইটার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কলোনী এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছে। আকবার থানার ওসি জসিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, ফিরোজশাহ কলোনীর এক নম্বর ঝিল এলাকায় রাত আড়াইটার দিকে পাহাড়ের একাংশ ধসে পাদদেশে থাকা একটি বসত ঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে থাকা দুই মহিলা ও এক শিশু মারা যায়। নিহতরা হলেন, বিবি জোহরা (৮০), নুর জাহাজন (৪৫) ও নিসা (৩)। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তিনজনের মৃত দেহ উদ্ধার করে। প্রসঙ্গত, ভারি বর্ষণের কারণে গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে পাহাড় ধসের আশংকা করা হচ্ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর লালখানবাজারসহ কয়েকটি স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বেশ কিছু মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। কিন্তু তারপরও প্রচুর মানুষ এখন পর্যন্ত পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১