বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৮

মেঘকন্যা পেল ৮ হল

অভিনেতা ফেরদৌস ও নিঝুম রুবিনা সংগৃহীত ছবি


‘মেঘকন্যা’র প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবিরের আইনি পদক্ষেপের কারণে আজ শুক্রবার মুক্তি পায়নি ‘মাতাল’ ও ‘নায়ক’ ছবি দুটি। ‘অসুস্থ প্রতিযোগিতা’ দেখে সরে দাঁড়িয়েছিলেন ‘বেপরোয়া’ ও ‘আসমানী’ ছবির প্রযোজকরাও। মুক্তি নিয়ে সংশয় ছিল ‘মেঘকন্যা’র, তবে শেষ পর্যন্ত গতকাল ছবিটি মুক্তি পেয়েছে সর্বমোট আটটি হলে। এগুলোর মধ্যে দুটি হল ঢাকায় আর বাকি হলগুলো রাজধানীর বাইরে।

অন্য ছবির মুক্তি ঠেকাতে রিট করায় ও মুক্তির জন্য কোনো হল মালিক বিশেষ আগ্রহ না দেখানোর কারণে আলোচনায় আসে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজক জাহাঙ্গীর কবির। আগে থেকে ফরিদপুরের বনলতা সিনেমা হল থেকেই শুধু বুকিং ছিল, এ ছাড়া অন্য কোনো হল মালিক ছবিটি বুকিং দেননি বৃহস্পতিবার বিকাল পর্যন্ত। পরে এক রাতের ভেতরেই আরো সাতটি হলের বুকিং মেলে ছবিটির ভাগ্যে।

প্রযোজক জাহাঙ্গীর কবির বলেন, ‘অনেক সংগ্রাম করে আমি ছবিটি মুক্তি দিয়েছি। ঢাকার দুটি সিনেমা হলসহ মোট আটটি সিনেমা হলে এই ছবিটি মুক্তি দিয়েছি। আশা করি, দর্শক ছবিটি গ্রহণ করবেন।’

মিনহাজ অভি পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হূদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১