আপডেট : ১২ October ২০১৮
আগামী সংসদ নির্বাচনে জোট আরো সমৃদ্ধ হতে পারে, বিশাল হতে পারে, জোটে মেরুকরণ হতে পারে। এ ছাড়া আরো অনেক গুলো দল জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বৃহস্পতিবার(১১অক্টোবর) বিকেলে দুমকি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে জাতীয় পার্টির, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তার বক্তব্যে একথা বলেন। ভোটারদের উদ্দেশ্য করে রুহুল আমিন হাওলাদার বলেন, ভোট যখন দেবেন হিসাব করে দেবেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে । তিনি আরো বলেন জাতীয় পার্টির শাসন আমলে দেশের অধিকাংশ উন্নয়ন সাধিত হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী দেয়া হবে এবং যে মার্কা দেয়া হবে সেই মার্কায় ভোট দেয়ার আহবান জানান। জাতীয় পার্টির পটুয়াখালী জেলা সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে দুমকি উপজেলা কার্যালয়ের সামনে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল -৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি, জাপার কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তফা, জেলা জাতীয় পার্টির জুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম আল মামুন, জেলা জাপার সাধারন সম্পাদক খায়রুল আলম মামুন ও সহসভাপতি মো. জাফরউল্লাহসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তবে দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে প্রধান অতিথি ছাড়া সমাবেশে অন্য কেউ বক্তব্য রাখেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১