আপডেট : ১২ October ২০১৮
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ বন্ধের সিন্ধান্ত নিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস কিøয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, দূর্গোৎসব উপলক্ষে আগামীকাল শুক্রবার ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ২১ অক্টোবর কার্যক্রম যথারীতি চলু হবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি আব্দুস সবুর জানান, এ সময় হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১