আপডেট : ১২ October ২০১৮
আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে বেশ কিছু ইনজুরি বাংলাদেশ দলকে বেকায়দায় ফেলে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকবেন না তা সবারই জানা। অবশ্য মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমকে নিয়ে সংশয় থাকলেও ওয়ানডে সিরিজে রয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান ফজলে রাব্বি। ফজলে রাব্বি ঘরোয়া ক্রিকেটে এক পরিচিত মুখ। ৮০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ ব্যাট করেছেন। অনেক দিন পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া এশিয়া কাপের দল থেকে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। সুযোগ পাননি সৌম্য সরকার, মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডে এবং ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ। বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১