আপডেট : ১২ October ২০১৮
শান্তা, আরমান ও রূপা তিনজন পেশায় সাংবাদিক। স্পোর্টস সাংবাদিকতার দায়িত্বে নেপালে আসেন সাফ গেমস কভার করতে। হঠাৎ শান্তা কোনো এক মার্কেটে রঞ্জন নামে বিখ্যাত এক বাংলাদেশি অভিনেতাকে দেখে চিনে ফেলেন। কিন্তু রঞ্জন অভিনয় করেন না প্রায় দুই বছর। অনেকটা আত্মগোপন করে আছেন। শান্তা বেশ নাছোড়বান্দা। তিনি জানতে চান কেন রঞ্জন এত বছর অভিনয় থেকে দূরে রয়েছেন। কেন তিনি নেপালে পড়ে আছেন। কিন্তু কোনোভাবেই রঞ্জন সেটা স্বীকার করেন না। একদিন শান্তা রঞ্জনের পিছু নিয়ে তার নেপালের বাসায় গিয়ে হাজির হন। অপরদিকে আরমান বেশ দুর্বল শান্তার প্রতি। কিন্তু শান্তা এতে বুঝেও না বোঝার ভান করেন। রূপা যতই আরমানকে ভালোবাসুক না কেন তাতে আরমান ভ্রূক্ষেপ করেন না। এভাবেই এগিয়ে চলে ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’ নাটকের গল্প। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নেপালে চিত্রায়িত বিশেষ এ নাটকটি। এতে অভিনয় করেছেন এফএস নাঈম, আজমেরী আশা, মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, আসিফ নজরুল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১