আপডেট : ১০ October ২০১৮
জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড- ২০১৮। গতকাল মঙ্গলবার এই আয়োজনে বছরের সেরা শিল্পীর পুরস্কার জিতেছেন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। এছাড়া আরও দুটি বিভাগে পুরস্কার জিতেছেন এই শিল্পী। বিভাগগুলো হলো ট্যুর অব দ্য ইয়ার এবং ফেভারিট অ্যালবাম (পপ-রক)। বছরের সেরা শিল্পীর তালিকায় টেইলর সুইফটের প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্রেক, এড শিরানসহ চারজন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন যৌথভাবে কার্ডি বি এবং ড্রেক। দুজনেই আটটি করে মনোনয়ন পান। ২৯টি বিভাগে দেয়া হয়েছে এবারের পুরস্কার। এ বছর আর্টিস্ট অব দ্য ইয়ার হয়েছেন টেইলর সুইফট নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার: ক্যামিলা কাবেলো কোলাবোরেশন অব দ্য ইয়ার: হাভানা ফেভারিট পপ/রক ফিমেল আর্টিস্ট: টেইলর সুইফট, ফেভারিট পপ/রক মেল আর্টিস্ট: পোস্ট ম্যালোন, ফেভারিট পপ/রক ডুয়ো/গ্রুপ: মিগোস, ফেভারিট পপ/রক গান: হাভানা (ক্যামিলা কাবেলো ফিচারিং ইয়ং দাগ)। ফেভারিট পপ/রক অ্যালবাম: রেপুটেশন (টেইলর সুইফট), ফেভারিট হিপহপ আর্টিস্ট: কার্ডি বি, ফেভারিট হিপহপ গান: বোডাক ইয়েলো (মানি মুভস), কার্ডি বি। ফেভারিট হিপহপ অ্যালবাম: বিয়ারবংস এন্ড বেন্টলেস, পোস্ট ম্যালোন, ফেভারিট আরএন্ডবি ফিমেল আর্টিস্ট: রিয়ান্না, ফেভারিট আরএন্ডবি মেল আর্টিস্ট: খালিদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১