বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৮

রায় উপলক্ষে সারা দেশে রেড অ্যালার্ট, সতর্কাবস্থায় পুলিশ


ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে রাজধানীসহ সারা দেশে রেড অ্যালার্ট জারি আছে। ঢাকায় আজ বুধবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকে। রাজধানীর বিভিন্ন মোড়ে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি।

দেশের ইতিহাসে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণার দিন আজ বুধবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকালে বকশিবাজার, চাঁনখারপুল ও লালবাগ এলাকা ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন। ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আদালত এলাকাসহ রাজধানীতে মোতায়েন রয়েছে পুলিশ-র্যাবের চার হাজার সদস্য।

২১ আগস্ট মামলা মামলার অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় এবং তার সাজা হলে দলীয় নেতা কর্মীরা নাশকতায় লিপ্ত হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কার প্রেক্ষিতে এ সতর্কাবস্থা জারি করা হয়। পরিস্থিতি স্বাভবাবিক রাখতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বুধবার সতর্কাবস্থায় ছিল।

এ ব্যাপারে ঢাকা রেঞ্চ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বার্তা বলতে কি- যাতে পুলিশ সতর্ক থাকে। কারণ নাশকতাকারীরা একজনই বহু প্রাণ ঝরিয়ে দিতে পারে। তারা দেশের বড় ধরনের ক্ষতি করতে কোনো দ্বিধা করে না। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ইনটেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মনিরুজ্জামান বলেন, ১০ অক্টোবর বড় ধরনের একটা মামলা রায়ের দিন। কোনো বিশৃঙ্খলার আশঙ্কা থাক বা না থাক বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক একটি ঘটনার রায় উপলক্ষে পুলিশকে সতর্ক থাকতেই হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১