বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৮

কুমিল্লার লাকসামে স্ত্রীর গলাকাটা স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা ম্যাপ


কুমিল্লার লাকসামে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউপির সালেপুর গ্রাম থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত ওই দম্পতি হলেন সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে সফিউল্লাহ (৪০) এবং তার স্ত্রী রাবেয়া খাতুন (২৮)। নিহত দম্পতির দুই মেয়ে এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আরিফুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব চলে আসছিলো। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় পারিবারিক দ্বন্দ্বে প্রথমে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই দম্পতির মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দম্পতির লাশ উদ্ধার করেছে। বসত ঘরের ভিতরে বন্ধ রুম থেকে উদ্ধরের সময় স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত এবং তদন্ত শেষে ব্যাপরটি বুজতে পারা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১