বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া

বিএনপি রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেবে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংরক্ষিত ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে কোনো নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার নেই। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের ২১ আগস্ট রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ফখরুল আরো বলেন, বিএনপির দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে ও আইনি তৎপরতাও থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি বলেছেন, এ দেশে কোনো নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার নেই।

এ রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার উদ্ধৃতি উল্লেখ করে বলেন, যে দেশে একজন প্রধান বিচারপতি ন্যায়বিচার পান না, সেখানে অন্য নাগরিকের কী হল, সেটা সৃষ্টিকর্তা মালুম।

ফখরুল বলেন, রায়ের প্রতিক্রিয়ায় আমাদের দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচিও থাকবে ও আইনি তৎপরতাও থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১