আপডেট : ০৯ October ২০১৮
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” “ থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ০৯ অক্টোবর মঙ্গলবার মানববন্ধন কর্মসুচির মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আটোয়ারী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ শাহ্ আলম ইকবাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নুর বক্ত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী সংক্ষিপ্ত বক্তব্য রেখে মানববন্ধন কর্মসুচির সমাপ্তি ঘোষনা করেন। মানববন্ধন কর্মসুচিতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী ফোরামের সদস্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১