বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০১৮

বেয়াই বাড়ি বেড়াতে এসে খুন

বরগুনা ম্যাপ


বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে বেয়াই নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন আবুল হোসেন হাওলাদার (৬০)। এসময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন বেয়াই কন্যা।

মঙ্গলবার ভোররাতে এ খুনের ঘটনা ঘটেছে। আবুল হোসেন হাওলাদারের বাড়ি পাশ্ববর্তি কলাপাড়া উপজেলার চালিতা বুনিয়া গ্রামে।

আমতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আবুল হোসেন হাওলাদার তার স্ত্রী নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে তার বেয়াই সৌদি প্রবাসি নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া শেষে আবুল হাওলাদার ঘরের সামনের বারান্দায় এবং অন্যান্যরা ঘরের ভেতর ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে আবুল হাওলাদারের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে দেখেন একদল দুর্বৃত্ত আবুল হাওলাদারকে ধারালো ছুড়ি দিয়ে পেটে এবং বুকে আঘাত করে পালিয়ে যাচ্ছে। এসময় সৌদি প্রবাসী নজরুল ইসলাম খানের মেয়ে জেসমিন (২৪) দুর্বৃত্তদের প্রতিরোধ করতে গেলে দুর্বৃত্তরা তাকেও এলোপাথারি কুপিয়ে আহত করে।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার জানান, স্বজনরা স্থানীয়দের সহায়তায় আহতদের আমতলী হাসপাতালে নিয়ে আসে। এসময় সংকটাপন্ন অবস্থায় আবুল হোসেন হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতাল ও জেসমিনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয় বলে । বরিশাল নেওয়ার পথে আবুল হাওলাদার মারা যান।

নজরুল ইসলাম খানের স্ত্রী রেখা বেগম জানান, রাত আনুমানিক ৩টার দিকে পরিচিতি কেউ ডাক দেওয়ার পর তার বেয়াই আবুল হাওলাদার দরজা খুলে দিয়েছেন বলে তিনি ধারনা করছেন। মৃত আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম জানান, নিজেদের এলাকায় তার স্বামীর সাথে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড হতে পারে।

আমতলী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদিদন মিলন জানিয়েছেন, মঙ্গবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১