আপডেট : ০৯ October ২০১৮
প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনে আইফোন বেশ জনপ্রিয় তাতে কোনো সন্দেহ নেই। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো এখন আইফোন এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সিএমআর মোবাইল ইন্ডাস্ট্রি কনজ্যুমার ইনসাইট সম্প্রতি এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রায় ৩৬ শতাংশ মানুষের প্রথম পছন্দ ওয়ানপ্লাস স্মার্টফোন। অন্যদিকে ৩৪ শতাংশ এবং ১৮ শতাংশ ব্যবহারকারীর পছন্দ যথাক্রমে আইফোন এবং স্যামসাং। ভারতের নয়াদিল্লি, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের স্মার্টফোন ব্যবহারকারীদের নিয়ে এ জরিপটি পরিচালনা করা হয়। প্রিমিয়াম সেগমেন্টের কথা বলা হলেও ঠিক কত দামের স্মার্টফোনকে এ সেগমেন্টের মধ্যে ধরা হয়েছে, সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি গবেষণা প্রতিষ্ঠানটি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ হাজার রুপির বেশি মূল্যের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ১২ শতাংশ ব্যবহারকারী বেছে নিচ্ছেন ওয়ানপ্লাস। ১৮ থেকে ৩২ বছর বয়সী ব্যবহারকারীদের মধ্যে ৫৯ শতাংশ মানুষ এগিয়ে রাখছেন ওয়ানপ্লাসকে। ৪০ বছরের বেশি বয়সী স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এর পরিমাণ ১৫ শতাংশ। এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ শতাংশ ব্যবহারকারী বর্তমানে ওয়ানপ্লাস স্মার্টফোন ব্যবহার করছেন। অপো ব্যবহার করছেন ১৮ শতাংশ মানুষ। এই দুই শ্রেণির ব্যবহারকারীরাই আইফোন ব্যবহারে আগ্রহী। এছাড়া এক বা দুই বছর পর পর স্মার্টফোন পরিবর্তন করেন প্রায় ৮৩ শতাংশ ব্যবহারকারী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১