বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০১৮

মমতাজের ‘ডালিম গাছ’

সঙ্গীতশিল্পী মমতাজ সংগৃহীত ছবি


‘ডালিম গাছ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। মাসুদ পথিকের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির অডিও ধারণ। খুব শিগগিরই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে।

জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিকের ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবিতে থাকছে এ গানটি। গানটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। মমতাজ আপার গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার বিশ্বাস মমতাজ আপার গাওয়া এ গানটি দর্শক-শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘নারী’ চিত্রকর্ম এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মুমতাজ সরকার ও বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন নির্মাতা। তার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। পোস্টারে অর্ধনগ্ন নারীর ছবি দেখে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১