বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৮

বিজ্ঞাপনে অপূর্ব-তানিয়া বৃষ্টি

জুটিবদ্ধ হয়ে মডেলিং করলেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানিয়া বৃষ্টি সংগৃহীত ছবি


প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে জুটিবদ্ধ হয়ে মডেলিং করলেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানিয়া বৃষ্টি। সুপার সাইন ফ্যানের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা রিমন মেহেদী। গত ২২ সেপ্টেম্বর এফডিসির ১ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। এখন চলছে অ্যানিমেশনের কাজ। আগামী মাসেই (নভেম্বর) দেশের সব ক’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হবে বলে জানালেন রিমন মেহেদী।

অ্যাড হোমের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি নিয়ে রিমন মেহেদী বলেন, ‘এবার একটি ভিন্ন ধাঁচের বিজ্ঞাপন নির্মাণ করছি। বাংলাদেশে এর আগে অ্যানিমেশন ঘরানার কাজ হয়েছে কি না আমার জানা নেই। এখানে অপূর্ব ও বৃষ্টিকে দর্শক নতুনভাবে দেখবে।

অপূর্ব বলেন, ‘এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি কাজ। আশা করছি ভালো লাগবে সবার।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১