আপডেট : ০৭ October ২০১৮
হ্রদের পানিতে সাঁতার কাটতে গিয়ে ভাইকিংপূর্ব যুগের একটি তলোয়ারের সন্ধান পেয়েছে সুইডেনের ৮ বছর বয়সী এক শিশু। প্রাথমিকভাবে তলোয়ারটি এক হাজার বছরের পুরনো বলে মনে করা হলেও, বিশেষজ্ঞরা নিদর্শনটির বয়স ১৫০০ বছরের কাছাকাছি হতে পারে বলেও ধারণা করছেন। খবর বিবিসি। সাগা ভনেস্ক সুইডেনের জঙ্কোপিং শহরের পারিবারিক বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল। ভিদোস্ত্রা হ্রদে সাঁতার কাটার সময় প্রাচীন এই নিদর্শনের খোঁজ পায় সে। জাদুঘরের কর্মকর্তা মিকায়েল নর্ডস্টর্ম বলেন, সাগা যে সময় সাঁতার কাটছিল খরার কারণে তখন হ্রদের পানির গভীরতা কম ছিল। যে কারণে সহজেই তলোয়ারটির সন্ধান মেলে। সাগা বলেন, ভিদোস্ত্রা হ্রদে সাঁতরানোর সময় পানির মধ্যে লাঠির মতো একটা বস্তু পায়ে লাগে। আমার মনে হচ্ছিল, পানির মধ্যে কিছু একটা আছে। আমি সেটাকে তুলে এর একটা হাতল দেখতে পাই। এটি যে তলোয়ারের মতো দেখতে, তা গিয়ে বাবাকে বলি। তার বাবা অ্যান্ডি ভনেস্ক বলেন, আমি প্রথমে মেয়ের পাওয়া বস্তুটিকে পানির মধ্যে থাকা অস্বাভাবিক লাঠি বা গাছের ডালপালা ভেবেছিলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১