বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৮

তাঁতশিল্প টিকিয়ে রাখতে দশ সুপারিশ

ঐতিহ্যবাহী তাঁতশিল্প সংরক্ষিত ছবি


ঐতিহ্যবাহী তাঁতশিল্প টিকিয়ে রাখতে দশটি সুপারিশ করা হয়েছে। গতকাল ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের (এএফডিবি) যৌথভাবে আয়োজিত হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের শেষ দিনে এক সেমিনারে আলোচকরা এসব সুপারিশ করেন। ‘পরিবর্তনের ধারায় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ভবিষৎ’ শীর্ষক ওই সেমিনার হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ে অঞ্চলভিত্তিক বয়নশিল্পের ওপর ডাটাবেজ তৈরির মাধ্যমে তাঁতিপাড়া, গ্রাম, সম্প্রদায় ও পেশার চারিত্রিক বিষয়গুলো সঠিকভাবে তথ্যগত ও পরিসংখ্যানগতভাবে সংরক্ষণ করা। এ ছাড়া প্রতিটি অঞ্চল ও ঐতিহ্যের চারিত্রিক বৈশিষ্ট্যপূর্ণ বয়নশিল্পের কৌশলগুলো ভিডিওগ্রাফি ও সাক্ষাৎকারের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সন্নিবেশিত করে সংরক্ষণ করা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১