বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৮

এবার ভুটানে রফতানি হবে রানার মোটরসাইকেল

রানার মোটরসাইকেল ছবি : ইন্টারনেট


নেপালের পর এবার ভুটানে মোটরসাইকেল রফতানি করতে যাচ্ছে রানার অটোমোবাইলস লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটি ভুটানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেডকে (এসটিসিবিএল) পরিবেশক নিযুক্ত করেছে। প্রাথমিকভাবে এসটিসিবিএল ভুটানের বাজারে রানার ব্র্যান্ডের ১০০ থেকে ১৫০ সিসির চারটি মডেল সরবরাহ করবে। আগামী মাসেই রফতানির প্রথম চালানটি ভুটানের বাজারে প্রবেশ করবে। এ ব্যাপারে এসটিসিবিএলের সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে রানার অটোমোবাইলস লিমিটেড। রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা এবং স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেডের (এসটিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ইয়েশি সেলডেন এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ভুটানের বাজারে মোটরসাইকেল রফতানি রানার গ্রুপের পাশাপাশি বাংলাদেশের জন্যও অত্যন্ত গৌরবের বিষয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১