আপডেট : ০৭ October ২০১৮
মীরাক্কেল তারকা আবু হেনা রনি। দীর্ঘদিন ধরে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থানা নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার বাংলাভিশনে শুরু হতে যাচ্ছে আবু হেনা রনির উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘Talk মিষ্টি ঝাল’। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘Talk মিষ্টি ঝাল’ অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটির প্রথম পর্বের বিষয় ‘জনপ্রিয়তা’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা আবদুল কাদের এবং কমেডিয়ান শাওন মজুমদার। ফেসবুক এবং ইউটিউবে জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা বা ভাইরাল হওয়ার চেষ্টা বা অপচেষ্টাকেই নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে এই পর্বে। অনুষ্ঠানটির প্রযোজক খায়রুল বাবুই জানান, সমসাময়িক বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত রম্য-বিদ্রূপাত্মক সাপ্তাহিক অনুষ্ঠানটিতে থাকবে তিনটি সেগমেন্ট। নির্দিষ্ট বিষয়ের ওপর থাকবে তারকা-অতিথির সঙ্গে ‘ঞধষশ বক’, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের পারফরম্যান্স ‘মি. মিষ্টি’ এবং সবশেষে ‘ঝালাই’। মূলত সমাজের নানা অসঙ্গতিই ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হবে এ অনুষ্ঠানে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১