বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৮

হাতিরঝিলে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

রাজধানীর হাতিরঝিল এলাকায় একদল মাদকসেবী দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে প্রতীকী ছবি


রাজধানীর হাতিরঝিল এলাকায় একদল মাদকসেবী দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল সর্দার (১৬) ও আরাফাত হোসেন পিকুকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফয়সালের বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় ফরহাদ, বাবু ও আকাশসহ ৫ থেকে ৬ জন বখাটের একটি দল প্রথমে আরাফাতের পেটে ছুরিকাঘাত করে। এ সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে ফয়সালের ওপরও চড়াও হয় তারা। তার ডান হাত ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

তিনি জানান, দুষ্কৃতকারীরা ওই এলাকায় চিহ্নিত মাদকসেবী। মাদক সেবন নিয়েই গত শুক্রবার আরাফাতের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। তারই জেরে গতকাল নিজ বিদ্যালয়ের সামনে হামলার শিকার হয় ফয়সাল ও আরাফাত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১