বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সরাইল-আলিনগর আঞ্চলিক সড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মাহি (১৪)। সে মীর সরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম ভূইয়া জানান, সকালে মাহি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় সরাইল-আলিনগর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১