বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৮

মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মমর্যাদাশীল জাতি হতে আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য করে যাচ্ছে। সরকারের লক্ষ্যই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১০ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই ধারা যেন অব্যাহত থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও অংক বিষয়ে অনলাইনে ডিজিটাল পাঠ সহায়িকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। বাংলাদেশ তখন খাদ্যে স্বয়ংসম্পন্ন ছিল। সাক্ষরতার হার ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং রাস্তাঘাট ব্যাপকভাবে তৈরি করেছিলাম।

শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পর থেকেই মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনমান উন্নত করা, তাদের সুন্দর জীবন উপহার দেয়াই আমাদের লক্ষ্য, এ সরকারের লক্ষ্য।

শিক্ষার্থীর জন্য ডিজিটাল পাঠ সহায়িকা চালু করা হয়েছে এমন বক্তব্যে প্রধান মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে তাদের জন্য একটা উপহারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ক ‘অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা’র ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে এই বিষয় সম্পর্কে তারা শিক্ষা নিতে পারবে। বর্তমান এবং নতুন প্রজন্ম যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সেই লক্ষ্যেই কাজ করছি।

এসময় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থকে দূরে থেকে নিজেদের গড়ে তুলতে তরুণদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১