আপডেট : ০৪ October ২০১৮
আড়াই মাস হলো আমরা মুক্তির তারিখ নিয়েছি। এর আগেও একটা তারিখ নিয়েছিলাম। তখনো আমরা পলিটিক্সের শিকার হয়েছি। ফলে আমরা তখনো পিছিয়ে গেছি। ‘মেঘকন্যা’ ছবিটি মুক্তি দিতে গিয়ে আমরা বার বার ফিল্ম পলিটিক্সের শিকার হচ্ছি- কথাগুলো বলছিলেন ঢাকাই ছবির চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ১২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ছবিটি। মিনহাজুল ইসলাম পরিচালিত এ ছবিতে নিঝুম রুবিনার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও হঠাৎ করে শোনা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে ‘মেঘকন্যা’ ছবির মুক্তি। কারণ জানতে চাইলে বেশ আক্ষেপ প্রকাশ করেন নিঝুম রুবিনা। তিনি বলেন, ‘ঈদের আগে আমরা ‘মেঘকন্যা’ মুক্তির জন্য তারিখ নিয়েছি। ১২ অক্টোবর তারিখটি আমরাই প্রথম নিয়েছি। আমাদের আগে কারো তারিখ নেওয়া ছিল না। আমাদের মাস খানেক পর তারিখ নিয়েছে ‘আসমানী’ ছবিটি। সেই থেকে আমরা প্রচার করে যাচ্ছি ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে আমাদের ‘মেঘকন্যা’। বিভিন্ন মাধ্যমে আমরা প্রচার চালিয়েছি। ১২ তারিখ আমরা ছবি মুক্তি দেব। আমাদের সব কিছু প্রস্তুত। এর মধ্যে গত রোববার রাতে আমরা খবর পেলাম ‘নায়ক’, ‘মাতাল’, ‘বেপরোয়া’ এ ছবিগুলো আসছে। একসঙ্গে পাঁচটা ছবি আসছে। আমাদের হলসংখ্যা তো খুব বেশি নয়। সব মিলিয়ে ক্ষতির মুখে পড়ছি আমরা। ‘মেঘকন্যা’ ছবিটি সম্পূর্ণ ফিল্ম পলিটিক্সের শিকার।’ যদি ১২ তারিখ মুক্তি না পায় তাহলে কবে নাগাদ মুক্তি পেতে পারে? জানতে চাইলে নিঝুম রুবিনা বলেন, ‘এই সপ্তাহে আমরা আসব না সেটা কিন্তু এখনো বলিনি। আমরা এখনো তারিখ ছাড়ছি না।’ জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত ‘মেঘকন্যা’ ছবিটি প্রযোজনা করেছেন এজেডএম জাহাঙ্গীর কবির। ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন সুচরিতা, মুনমুন, শম্পা হাসনাইন, হূদ্য রঙ্গন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১