বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম সংগৃহীত ছবি


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ছায়াছবি উৎসব-২০১৮’। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব চলবে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

২৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। তিন দিনব্যাপী এ উৎসবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চিত্রনায়ক ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ, পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, গাজী রাকায়েত, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রমুখ।

আগামী ১০ অক্টোবর ২০১৮-এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা এই উৎসবে নিজের তৈরি চলচ্চিত্র জমা দিতে পারবেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১