বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৮

এনার্জি পজিটিভ হোটেল

বিশ্বের প্রথম এনার্জি পজিটিভ হোটেল ছবি : ইন্টারনেট


বরফে ঢাকা পাহাড়। হাড় হিম করে দেওয়া ঠান্ডা। হাতের নাগালেই হিমবাহ। কিন্তু এর মধ্যেই প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ এনে দিচ্ছে সার্ট। নরওয়ের একটি বিলাসবহুল হোটেল এটি। অন্যান্য হোটেলের তুলনায় এর বিশেষত্ব হলো, গোটা হোটেলই একটি পাওয়ার হাউস। খবর বিবিসি।

এই হোটেলের বাইরের প্রায় প্রতিটি কোণ থেকেই তৈরি হয় এনার্জি, যা বিশ্বে প্রথম। মিরিস, স্নোহেট্টা এবং পাওয়ার হাউজের যৌথ উদ্যোগে উত্তর নরওয়ের সার্টিসেন হিমবাহের পাদদেশে এটি নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে এটি চালু হবে। এটিই বিশ্বের প্রথম এনার্জি পজিটিভ হোটেল। এনার্জি পজিটিভ করার জন্য হোটেলটির আকৃতি গোল করা হচ্ছে। ফলে সব কক্ষে সূর্যের আলো ঢুকতে পারবে। হোটেলের ছাদ ঢাকা থাকবে সোলার প্যানেলে। শুধু কায়াক অথবা নৌকা করেই সেখানে যেতে পারবেন পর্যটকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১