বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৮

প্রশ্নপত্র নিয়ে বাইরে যাওয়ার অভিযোগ

জবি শিক্ষিকাকে ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংরক্ষিত ছবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষার সময় প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ওই  ঘটনায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, গত শনিবার ২৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের বাংলা বিভাগের ৩৩৩ নম্বর কক্ষে দায়িত্বরত ছিলেন ড. ফেরদৌসী খাতুন। তিনি পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ব্যাগে করে নিয়ে ভবনের তিন তলা থেকে দ্বিতীয় তলার দিকে আসতে থাকেন। এ সময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত অন্য শিক্ষকরা বিষয়টি দেখতে পেয়ে তার গতিরোধ করে ব্যাগে প্রশ্ন ও উত্তরপত্র নেওয়ার কারণ জানতে চান। পরীক্ষা শেষে অন্য শিক্ষকরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, তাকে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ড. ফেরদৌসী খাতুন কিছু বলতে রাজি না হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১