বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০১৮

সমাবেশ থেকে বিএনপির ১৫ নেতা-কর্মী গ্রেফতার

চট্টগ্রাম ম্যাপ


চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সমাবেশ থেকে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল তিনটায় কাজির দেউড়ী নুর আহমদ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান,কাজীর দেউড়ী থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাচ্ছিল বিএনপি নেতাকর্মী। এ জন্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়কের এক পাশ দিয়ে যেতে বলে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে উত্তর জেলা বিএনপি নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেছিল। সমাবেশে আসার পথেই ১৫ জনকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এ থেকে প্রমাণিত সরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায় না।

এদিকে ৪ অক্টোবর লালদিঘীতে ঘোষিত সমাবেশে অনুমতি পায়নি বিএনপি। লালদিঘীর বিকল্প হিসেবে কাজীর দেউড়ি চত্বরে সমাবেশ করতে চায়। তারা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে। এ ব্যাপারে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ৪ অক্টোবর লালদিঘী মাঠে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা অনুমতি দিচ্ছে না।দলীয় কার্যালয়ের মাঠে সমাবেশ করতে বলছে পুলিশ।আমরা ১০ অক্টোবর কাজির দেউড়ি চত্বরে সমাবেশে অনুমতি চেয়েছি। প্রশাসন এ বিষয়ে আমাদের সহযোগী করবে বলে আমরা আশা করি।চট্টগ্রামমহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, নিরাপত্তা বিবেচনায় লালদিঘী মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১