আপডেট : ০২ October ২০১৮
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারটায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যন্ডে এই দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় বাস চালক কাওসার মিয়াকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভৈরব থেকে ঢাকাগামী শিবলী পরিবহনের একটি বাস কোন্দারপাড়া বাসস্ট্যান্ডে পথচারী নাসিমা ও তার ছেলে রিফাতের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক বাস ও তার চালককে আটক করে পুলিশে সোপার্দ করেছে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ঘাতক বাস ও তার চালককে আটক করেছি। বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতরা হলো একই উপজেলার বড়কান্দা এলাকার প্রবাসী লোকমান মিয়ার স্ত্রী নাসিমা বেগম (২৫) ও তার শিশু ছেলে রিফাত (৭)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১