বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৮

নোয়াখালী অঞ্চলের জনগণ তুলনামূলক শান্তিপ্রিয় : ইলিয়াছ শরীফ

নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ সংগৃহীত ছবি


নোয়াখালীর সাধারণ মানুষ অন্য যে কোনো জেলার চেয়ে তুলনামূলকভাবে বেশি শান্তিপ্রিয়। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই নিয়ন্ত্রিত। বিচ্ছিন্নভাবে যদি কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেও থাকে, তা সহজেই মোকাবেলা করতে নোয়াখালী পুলিশ প্রশাসন সক্ষম। কোনো অপরাধী এখানে অপরাধ করে ছাড় পায় না। এ জেলায় পুলিশ সুপার হিসেবে ২০১৪ সালের ২৩ মার্চ আমার যোগদানের পর নোয়াখালীর বহুল আলোচিত নোয়াখালী-লক্ষ্মীপুর সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হাতিয়ার নৌপথে জলদস্যু উৎপাত বন্ধ, সোনাইমুড়ী এলাকার সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পর ওই এলাকায় সাধারণ জনগণ শান্তিতে বসবাস করছে। মাদকমুক্ত নোয়াখালী গড়তে সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিছুদিন আগে দুই শতাধিক মাদকাসক্তকে সুপথে ফিরিয়ে আনা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে বিভিন্ন সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর মাদকবিরোধী বিশেষ অভিযান পুরো জেলা মাদকমুক্ত করা হয়েছে। নোয়াখালী পুলিশ লাইনে পুরুষ ও মহিলা পুলিশদের অত্যাধুনিক ব্যারাক হাউজ নির্মাণ করাসহ দুটি থানার ভবনকে অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হয়। প্রত্যেকেরই তাদের নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখা প্রয়োজন।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১