আপডেট : ০২ October ২০১৮
খোরশেদ আাালম, সোনাইমুড়ী (নোয়াখালী) বিখ্যাত বজরা মোগল শাহী জামে মসজিদ বাংলাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। নোয়াখালী জেলা সদর মাইজদী কোর্ট থেকে ২০ কিলোমিটার উত্তরে নোয়াখালী-কুমিল্লা-লাকসাম মহাসড়কের পশ্চিম পাশে বজরা গ্রামে মসজিদটি অবস্থিত। বৃহত্তর নোয়াখালীসহ গোটা দেশে ইসলাম ধর্ম প্রচারে এর রয়েছে ঐতিহাসিক অবদান। প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো এ মসজিদটি নোয়াখালীর ঐতিহ্যবাহী ও আলোচিত মসজিদ। জেলা শহর থেকে গ্রামটিতে যেতে রাস্তার দু’পাশে সারি সারি গাছগাছালি ও মসজিদের সামনের বড় দিঘিটি আপনাকে মুগ্ধ করবে। ইতিহাস এবং মোগল সম্রাটের বংশধর বর্তমান পেশ খতিব ইমাম হাসান সিদ্দিকী থেকে জানা গেছে, দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমান উল্লা খান ১১৫৪ হিজরি, ১১০৯ বাংলা সন মোতাবেক ১৭৭১ সালে বজরা মোগল শাহী জামে মসজিদ নির্মাণ করেন। এ মসজিদের অপূর্ব কারুকার্য সবাইকে মুগ্ধ করে। মসজিদটি মোগল স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন। দেশ-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। মোগল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরিফের বাসিন্দা তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হজরত মাওলানা শাহ আবু সিদ্দিকী ঐতিহাসিক বজরা মোগল শাহী জামে মসজিদের প্রথম খতিব হিসেবে নিযুক্ত হন। তার বংশধররা যোগ্যতা অনুসারে সাড়ে তিনশ বছর ধরে একের পর এক এ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মনোরম সুন্দর পরিবেশে আকর্ষণীয় তোরণসহ বর্গাকারের এই মসজিদের দৈর্ঘ্য ১১৬ ফুট, প্রস্থ ৭৪ ফুট এবং উচ্চতা প্রায় ২২ ফুট। ছাদে আছে তিনটি বড় গম্বুজ। এ মসজিদকে মজবুত করার জন্য মাটি ভরাট করে ২১ ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়েছে। সুদৃশ্য মার্বেল পাথরে গম্বুজ ও মিনারগুলো সুশোভিত করা হয়েছে। পূর্বদিকে কারুকার্য করা তোরণ দিয়ে মসজিদের প্রবেশপথ রয়েছে। মসজিদের ভেতরে আছে সুন্দর কারুকার্য করা নকশা। বাইরে সুরম্য দরজা, মসজিদের ভেতরে প্রবেশের তিনটি ধনুকাকৃতির দরজা। পুরো সীমানার চারপাশে সীমানা দেয়াল রয়েছে। মসজিদের আঙিনা আকর্ষণীয় টাইলস দিয়ে পাকা করা। চার কোনার পিলারে রয়েছে ১০টি মিনার। মিনারগুলো ছাদের কিছু উপরে উঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে। মেহরাবের পশ্চিম দেয়ালে সমান্তরালভাবে তিনটি কারুকার্য ইমাম মেহরাব রয়েছে। বজরা মোগল শাহী জামে মসজিদ দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ নারী-পুরুষরা আসছেন। তারা ইবাদত বন্দেগিসহ কবর জিয়ারত করেন। কেউ কেউ ইমাম সাহেবের কাছ থেকে আরোগ্য কামনায় পানিপড়া নেন। এ ছাড়া শুক্রবার হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। মসজিদের বর্তমান খতিব ইমাম হাসান সিদ্দিকী জানান, জমিদার আমান উল্লা তার বাড়ির সামনের দরজায় ৩০ একর জমির ওপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এ দিঘির পশ্চিম পাড়ে মসজিদটি স্থাপিত। বজরা মোগল শাহী জামে মসজিদের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১