আপডেট : ০১ October ২০১৮
চাঁদপুুর প্রেসক্লাবের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সমাবেশে দীপু মনি বলেন, সাংবাদিক সংবাদপত্রের লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ণে ব্যাপক ভূমিকা রাখছে। সাংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন চিত্র দেখতে পাই। তিনি বলেন, ডিজিটাল আইন সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য করা হয়নি। আওয়ামীলীগ সরকারই সবচেয়ে বেশি মিডিয়ার অনুমোদন দিয়েছে। আওয়ামীলীগ সরকারই সংবাদপত্রের সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁন পিএ, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এর আগে সকাল ১০টায় সমাবেশের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। চাঁদপুরে প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম সহ জেলায় কর্মরত বিভিন্ন দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম আহসান উল্যাহ্, গীতা পাঠ করেন সুজন পোদ্দার। এরপর স্থানীয় শিল্পী মৃনাল ও তার দলের নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে প্রয়াত সংবাদকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ এইচ এম আহসান উল্যাহ। দিনব্যাপী সাংবাদিক সমাবেশে চাঁদপুর জেলার ৮ উপজেলার সাংবাদিক, স্থানীয় পত্রিকার সম্পাদক ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১