আপডেট : ০১ October ২০১৮
চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ছাত্রলীগকর্মী মো. দিদার হত্যাকাণ্ডে অংশ নিয়েছে ১৩ যুবক। গত শনিবার বিকাল ৪টার দিকে মতিঝর্ণা এলাকায় তাকে রিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্ত যুবকরা দিদারকে প্রথমে মাটিতে ফেলে পিঠে ছুরিকাঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান ও নিহত দিদারের পিতা নূরুল ইসলাম এই অভিযোগ করেছেন। এদিকে দিদার হত্যার ঘটনায় গতকাল রোববার বিকাল ৫টা পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন খুলশী থানার ওসি শেখ আবু নাসের। নিহত দিদারের পিতা নূরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমানের অভিযোগ, দিদার মতিঝর্ণার প্রাইম স্কুলের সামনে পৌঁছলে ডিশ ব্যবসায়ী আবুল হাসনাত মোহাম্মদ বেলালের নেতৃত্বে ১৩ জনের একটি গ্রুপ তাকে রিকশা থেকে নামিয়ে আনে। এরপর মাটিতে ফেলে তার পিঠে একের পর এক ছুরিকাঘাত করে এবং মাথায় বেশ কয়েকটি কোপ দিয়ে চলে যায়। নূরুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের হত্যায় বেলালের সঙ্গে স্থানীয় জুয়েল, রফিকুল ইসলাম রানা, জুয়েল ওরফে বাটি জুয়েল, আলমগীর, সাজ্জাদ, মুইন, শওকত, সোহাগ, আলাউদ্দীন, সালাউদ্দীন লাভলু, কায়সার সাইদুল, মোটা মঈন অংশ নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে জানিয়ে নূরুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী মাহবুব দিদারকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। এ সময় ডিশ ব্যবসায়ী বেলালের অনুসারীরা হাসপাতালের জরুরি বিভাগে দিদারকে আবারো মারধর করে। মেডিকেলে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও তারা ছিল নীরব। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, নিহত দিদার স্থানীয় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী। বিগত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র আ জ ম নাসির উদ্দিনকে জয়ী করতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তখন থেকেই কাউন্সিলর প্রার্থী তওহিদ আজিজ ও ডিশ ব্যবসায়ী আবুল হাসনাত মোহাম্মদ বেলালের রোষানলে পড়েন দিদার। তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছিল। পারিবারিক সূত্র জানিয়েছে, নিহত দিদার ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। কয়েক দিন আগে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। দিদারের বাবা নূরুল ইসলাম পেশায় সিএনজি অটোরিকশা চালক। খুলশী থানার ওসি শেখ আবু নাসের বলেন, নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে দিদারের পিতা নূরুল ইসলাম। ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১